মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ আছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক এ খবর নিশ্চিত করেছেন। ইউপি চেয়ারম্যান মহসিন চৌধুরী জানান, একজন সহকারী প্রিসাইডিং অফিসারের ওপর হামলা ও দুটি ব্যালট বাক্স ভাঙচুর করার পর ভোটগ্রহণ বন্ধ থাকে।
একই উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচাক বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছ থেকে একটি রিভলভারসহ জুয়েল (১৩) নামের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। সে বাউশিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। জাকির নামের এক বন্ধু জোর করে তার কাছে রিভলভারটি রাখতে দিয়েছে বলে জুয়েল জানায়। জুয়েল গজারিয়া থানার উপপরিদর্শক মোশাররফের হেফাজতে রয়েছে।
Leave a Reply