মুন্সিগঞ্জ উপজেলাগুলোয় বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

সদর: চেয়ারম্যান-আনিসুজ্জামান আনিস (আ.লীগ), ভাইস চেয়ারম্যান-মেহেরুন নেছা (আ.লীগ) ও মনছুর আহমেদ কালাম (আ.লীগ)। গজারিয়া: চেয়ারম্যান-স্থগিত, ভাইস চেয়ারম্যান-কিমানা কিবরীয়ানী নুপুরকে (স্বতন্ত্র) ও মাহাবুব আলম মঞ্জু (আ.লীগ)। টঙ্গীবাড়ি: চেয়ারম্যান-কাজী আব্দুল ওয়াহিদ (আ.লীগ), ভাইস চেয়ারম্যান-এমিলি পারভিন (আ.লীগ) ও নুর মোহাম্মদ শেখ (আ.লীগ)। লৌহজং: চেয়ারম্যান-ওসমান গণি তালুকদার (আ.লীগ), ভাইস চেয়ারম্যান-রানু আক্তার (আ.লীগ) ও জাকির হোসেন বেপারী (আ.লীগ)। সিরাজদিখান: চেয়ারম্যান-মহিউদ্দিন আহমেদ (আ.লীগ), ভাইস চেয়ারম্যান-হেলেনা ইয়াসমিন (আ.লীগ) ও এ কে এম আবুল কাশেম (আ.লীগ)। শ্রীনগর: চেয়ারম্যান-বেলায়েত হোসেন ঢালী (আ.লীগ), ভাইস চেয়ারম্যান-সোহেলা পারভিন রানু (আ.লীগ) ও সেলিম আহমেদ ভুইয়া (আ.লীগ)।

Leave a Reply