মুন্সিগঞ্জে টাকা ছিনতাই ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সুমন নামের এক যুবককে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। সুমনের পরিবার অভিযোগ করছে, সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শহীদ সাজানো মামলা দিয়ে তাঁদের হয়রানি করছেন।
এএসআই শহীদের ভাগ্নে রনি ওরফে জনির (১৭) দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘তার সঙ্গে থাকা এক লাখ এক হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে সুমন ও তার ভাই মামুন।’ মামলায় কখন, কীভাবে টাকা ছিনতাই করা হয়েছে সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি।
মুন্সিগঞ্জের আসুরান চরাঞ্চল এলাকার মজিবর মল্লিকের ছেলে রনির সঙ্গে এ ব্যাপারে কথা বলার চেষ্টা করেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
সুমনের বাড়ি জেলা সদরের মানিকপুর এলাকায়। তাঁরা দুই ভাই শহরের একটি ক্লিনিকের পরিচালক। সুমনের ভাষ্যমতে, দুই সপ্তাহ আগে তাঁর সঙ্গে এএসআই শহীদের পাতানো ভাগ্নে রনির ঝগড়া হয়। ওই ঘটনায় পুলিশ ও পাঁচ-ছয়জন বহিরাগতকে নিয়ে এএসআই শহীদ তাঁদের বাড়িতে এসে সবার সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি সবাইকে মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে যান।
সুমন অভিযোগ করেন, ‘শহীদ গত মঙ্গলবার রাতে রনিকে দিয়ে তাঁর বিরুদ্ধে টাকা ছিনতাই ও মারধরের সাজানো মামলা করান। ওই মামলায় সেদিন রাতেই তিনি আমাকে গ্রেপ্তার করেন। ওই ঘটনায় আমার বড় ভাই মামুনকেও আসামি করা হয়। তাঁকেও গ্রেপ্তারের পাঁয়তারা করছেন এএসআই শহীদ। জামিনে বের হলেও আমি ও আমার পরিবার এখনো আতঙ্কে আছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক থানার কয়েকজন পুলিশ সদস্য বলেন, মাত্র ১৭ বছর বয়সী একজন ছেলের কাছে লক্ষাধিক টাকা থাকার বিষয়টি বিশ্বাসযোগ্য নয়। তা ছাড়া তাঁর পরিবারও অতটা অবস্থাসম্পন্ন নয়। শহরে এক আত্মীয়ের বাসায় থেকে সে উন্নুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে।
এএসআই শহীদের ভাষ্যমতে, রনি তাঁকে মামা ডাকে। রনির সঙ্গে সুমনের ঝগড়ার বিষয়ে জানতে তিনি সুমনের বাসায় গিয়েছিলেন। কাউকে হুমকি দেননি। মামলা প্রসঙ্গে তিনি বলেন, কেউ মামলা দিলে সেটা নেওয়াই পুলিশের কাজ। পরে তদন্ত করে দেখা হবে। সুমন নির্দোষ প্রমাণিত হলে মামলা থেকে রেহাই পাবেন।
থানার ওসি কে এম আবদুল্লাহ বলেন, এএসআই শহীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply