চার্জশিট হওয়ার প্রায় ২ বছর পর গত মঙ্গলবার প্রথাবিরোধী লেখক অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর এহসানুল হক এ আদেশ দেন। আগামী ১৫ মার্চ এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
এদিকে এই ঘটনায় বিস্ফোরক আইনের অপর মামলাটি এখনো পলাতক আসামিদের গ্রেফতারি পরোয়ানার প্রতিবেদন ২ বছরে ফেরত পাঠায়নি পুলিশ। তাই ওই মামলাটি এখনো বিচারে যেতে পারেনি। এই মামলাটি বর্তমানে ঢাকার ৭ নম্বর বিশেষ ট্রাইবুনাল আদালতে বিচারাধীন। সূত্র জানায়, পুলিশ ও প্রসিকিউশনের অবহেলায় মামলাটি এভাবে ঝুলে আছে।
২০০৪ সালের ২৭ ফেব্র“য়ারি একুশে বই মেলা থেকে বাসায় ফেরার পথে অভিযুক্তরা তাকে হত্যার চেষ্টা করে। ২০০৭ সালের ১৪ নভেম্বর চার্জশিটে জেএমবি নেতা শায়খ রহমান, বাংলাভাইসহ ৫ জনকে আসামি করা হয়।
Leave a Reply