সমালোচনার ভারি পাল্লা নিয়ে বিদায় নিলেন ইয়াজউদ্দিন

আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের অভিযাগ মাথায় নিয়েই বিদায় নিতে হলো রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে। গতকাল সন্ধ্যা ৭টায় প্রবীণ রাজনীতিবিদ জিল্লুর রহমানের দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার সঙ্গে সঙ্গেই ইয়াজউদ্দিন জমানা শেষ হয়েছে।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগ ও বিএনপির অভিযোগ অনেক। ২০০৬ সালের অক্টোবরে বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সহিংস হয়ে ওঠে দেশের রাজনৈতিক পরিস্থিতি। আওয়ামী লীগ তথা মহাজোটের অভিযোগ ছিল প্রধান উপদেষ্টা মনোনয়নে ধারা-বাহিকভাবে সংবিধানের ৫৮-গ ধারার (১), (২), (৩), (৪) এবং (৫) উপধারা ব্যবহার করার কথা রাষ্ট্রপতির। কিন্তু তিনি তা না করেই অতি কৌশলে সংবিধানের ৫৮-গ (৬) ধারা ব্যবহার করে নিজেই প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর তিনি বিভিন্ন রাজনৈতিক দলের দাবি-দাওয়া উপেক্ষা করে শুধু চারদলীয় জোটের কথামতো কাজ করতে থাকেন। উপদেষ্টা পরিষদ গঠন করার পরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের হাওয়া ভবনের ছক অনুয়ায়ী দেশ পরিচালনা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এক পর্যায়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করা সম্ভব নয় বলে চার উপদেষ্টা পদত্যাগ করেন। এরপর নতুন উপদেষ্টা নিয়োগ দিয়ে ২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচনের পথে এগিয়ে যান প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন। যার পরিপ্রেক্ষিতে ওয়ান ইলেভেনের সৃষ্টি। সেনাবাহিনীর চাপে তিনি প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে জরুরি অবস্থা জারি করেন এবং নির্বাচন স্থগিত করেন। এরপর গঠিত হয় ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার।
এদিকে বিএনপির নিয়োগ দেয়া রাষ্ট্রপতি হয়েও জরুরি অবস্থা পরবর্তী কর্মকা-ে বিএনপির বিরাগভাজন হয়েছেন ইয়াজউদ্দিন। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন না দিয়ে শপথ ভঙ্গ করেছেন অভিযোগ করে নবম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিএনপিসহ চারদলীয় জোটের শরিক এমপিরা। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ২৬ জানুয়ারি জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তার বিরুদ্ধে অভিাযোগ করে বলেন, রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ইমপিচড হওয়ার মতো অপরাধ করেছেন। তাকে ‘ইমপিচ’ করাই হবে তার শাস্তি। সরকারি দল রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করবে কি না তা জানি না। মহাসচিব ইয়াজউদ্দিন আহম্মেদের সমালোচনা করে আরো বলেন, অষ্টম জাতীয় সংসদ অধিবেশনে তিনি মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের কথা বলেছেন, নবম জাতীয় সংসদে তা বলতে পারেননি। তাহলে তিনি কি রাষ্ট্রপতি আছেন, না পরিবর্তন হয়েছেন?
বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে বিএনপি তথা চারদলীয় জোটের অভিযোগ ছিল বিস্তর। অধ্যাপক চৌধুরী ২০০২ সালের ৩০ মে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে যে বাণী দেন তাতে তাকে মুক্তিযুদ্ধের ঘোষক বলা হয়নি এবং ওইদিন জিয়ার কবর জিয়ারত করেননি। এ বিষয়গুলো বিএনপি সংসদ সদস্যদের ক্ষুব্ধ করে। পরে বিএনপির সংসদীয় দলের সভা সর্বসম্মতভাবে রাষ্ট্রপতির পদ থেকে অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে পদত্যাগ করতে বলে।
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান বলেন, বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির পদ দলনিরপেক্ষ রাখতে সক্ষম হয়ে ছিলেন। কিন্তু ইয়াজউদ্দিন আহম্মেদ সেটা পারেননি। তিনি বেশিমাত্রায় একটি দলের সঙ্গে সম্পর্ক রেখেছেন। সমাজে রাষ্ট্রপতির যে অবস্থান তাতে মানুষ তাকে দলনিরেপেক্ষ হিসেবে বিবেচনা করে। যেমন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ।
বদরুদ্দোজা চৌধুরী ও ইয়াজউদ্দিন আহম্মেদের মধ্যে মৌলিক পার্থক্য হলোÑ অধ্যাপক চৌধুরী বিএনপি কর্তৃক নির্বাচিত হওয়ার পরও রাষ্ট্রপতির পদকে দলের ঊর্ধ্বে রেখেছেন; কিন্তু ইয়াজউদ্দিন আহম্মেদ তা পারেনি। দ্বিতীয়ত বি চৌধুরী রাষ্ট্রপতির আসনকে সম্মানের সঙ্গে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন এবং সচেতন কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাননি। কিন্তু ইয়াজউদ্দিন আহম্মেদ ব্যক্তিগতভাবে তার সম্পর্কে কোনো দুর্নীতির অভিযোগ না থাকলেও তার স্ত্রী, ছেলে এবং পুত্রবধূ সম্পর্কে যেসব সংবাদ পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে সে বিষয়গুলো যে রাষ্ট্রপতি জানতেন নাÑ এটা আমি মানতে পারছি না। তার উচিত ছিল পরিবারের সদস্যরা যাতে রাষ্ট্রপতির ভবনকে ব্যবহার করে কোনো সুবিধা যাতে না নেন সে ব্যপারে সতর্ক থাকা।

Leave a Reply