প্রতœতত্ত্ববিদ, ঐতিহাসিক ও শিক্ষাবিদ। জন্ম বর্তমান মুন্সীগঞ্জ জেলার নয়নানন্দ গ্রামে ১৮৮৮ সালের ২৪ জানুয়ারি। পিতৃপুরুষের আদি নিবাস ঢাকা জেলার সাবেক বিক্রমপুর পরগনার অন্তর্গত পাইকপাড়া গ্রামে।
১৯১২ সালে নলিনীকান্ত ভট্টশালী স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কিছুকাল বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষকতা ও অধ্যাপনা কাজে অতিবাহিত হয়। ১৯১৪ সালের জুলাই মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের সুপারিশে ভট্টশালী তৎকালীন ঢাকা জাদুঘরের কিউরেটর হিসেবে যোগ দেন। জাদুঘরের পরিচালককে সচরাচর কিউরেটর (পঁৎধঃড়ৎ) বলা হয়। তার আমলে এবং তারই একান্ত উদ্যোগে ১৯২০ সালে ঢাকা জাদুঘর স্থানান্তরিত হয় ঢাকার নিমতলির বারোদুয়ারিতে। দীর্ঘ ৩৩ বছর তিনি এ জাদুঘরের কিউরেটরের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি সমগ্র পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গ ঘুরে প্রচুর প্রতœ-নিদর্শন সংগ্রহের মাধ্যমে তার পরিচালনাধীন এ প্রতিষ্ঠানটিকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করান। তার সারা জীবনের কৃতীর মধ্যে এটি উজ্জ্বলতম। ঢাকা জাদুঘরের কিউরেটরের দায়িত্ব পালনের ফাঁকে কিছুকাল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেন। মুদ্রাতত্ত্ব (নুমিজম্যাটিক্স), প্রতœলিপিবিদ্যা (প্যালিওগ্রাফি) এবং মৌর্য ও গুপ্তবংশের ইতিহাস বিষয়ে গবেষণা করার পর ১৯৩৪ সালে নলিনীকান্ত ভট্টশালী উল্লিখিত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ভারতের ইতিহাস, বিশেষত বাংলার ইতিহাস ও প্রতœ বিষয়ে তার বহুসংখ্যক গ্রন্থ রয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলোই প্রকাশিত হয়েছে ঢাকা জাদুঘরের পৃষ্ঠপোষকতায়।
কৈশোর ও যৌবনে তিনি রচনা করেন বহুসংখ্যক কবিতা ও গল্পের বই। ১৯১৫ সালে প্রকাশিত হয় তার ‘হাসি ও অশ্রু’ নামে একটি গল্পগ্রন্থ। বইটি ভারতের বহু ভাষায় অনূদিত হয়ে সেকালে ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৯২২ সালে ড. ভট্টশালী স্বরচিত গ্রন্থ ‘ক্রনোলজি অফ আর্লি ইন্ডিপেন্ডেন্ট সুলতানস অফ বেঙ্গল’-এর জন্য লাভ করেন ‘গ্রিফিথ প্রাইজ’। এ গ্রন্থের মাধ্যমে তিনি রাজা গণেশ সম্বন্ধে অনেক নতুন তথ্য তুলে ধরেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা জাদুঘরের কিউরেটরের দায়িত্ব পালন করেন।
তার আকস্মিক মৃত্যু হয় ১৯৪৭ সালের ৬ ফেব্রুয়ারি।
Leave a Reply