২ মার্চ মুন্সিগঞ্জের বিবন্ধী বাগবাড়ী দরবার শরীফে ওরস শুরু

আগামী ২ মার্চ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কুকুটিয়া ইউনিয়নের বিবন্ধী বাগবাড়ী গ্রামের আঃ সাত্তার দেওয়ান চিশতীর প্রতিষ্ঠিত দেওয়ান-ই-খাজা শেষ দর্শন দরবার শরীফে ২ দিনব্যাপী বার্ষিক ওরস মোবারক শুরু হবে। ওরসে পীর এ কামেল আজমিরী হযরত খাজা মঈন উদ্দিন চিশতীর দরবার শরীফের প্রধান খাদেম খাজা বাবার আওলাদ সৈয়দ হাসনাইন চিশতী প্রধান অতিথি হিসাবে দরবারে তশরীফ রাখবেন।

Leave a Reply