মেজর মোশারফ হোসেন দেওয়ানের লাশ

গজারিয়া উপজেলার মিরেরগাঁও-এ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মেজর মোশারফ হোসেন দেওয়ানের লাশ। এ সময় নবম আর্টিলারির ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল আলম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মাহবুব-উল ইসলাম, পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, ইউএনও রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় প্যারেড গ্রাউন্ডে জানাজা শেষে তার লাশ গজারিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় মিরেরগাঁও ঈদগা ময়দানে আবার জানাজা অনুষ্ঠিত হয়। জানজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

বাবার কবরের পাশে তাকে দাফন করা হয় বলে পারিবারের সদস্যরা জানান।

মেজর মোশারফের স্ত্রী লিপি আক্তার ৮ মাসের সন্তানসম্ভবা। তিনিও বিডিআর সদর দপ্তরে জিম্মি ছিলেন। বৃহস্পতিবার ছেলে আকিব হোসেনসহ মুক্তি পান।

একই জেলার মেজর হুমায়ুন কবিরকে সমাহিত করা হয় তার ঢাকার মানিকদি বাসভবন সংলগ্ন কবরস্থানে। এর আগে মানিকদি আদর্শ বিদ্যানিকেতন মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নিহত মুন্সীগঞ্জের আরেক সেনা কর্মর্কতা মেজর মাহামুদুল হাসান স্বপনকে সমাহিত করা হয়েছে বনানী কবরস্থানে।

এদিকে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কমানা করে শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সোমবার বিকেলে দোয়া ও শোকসভার আয়োজন করা হয়। শহরের কালী মন্দিরে মোমবাতি জ্বালিয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ প্রেসক্লাবে শোক প্রস্তাব গ্রহণ ও বিশেষ দোয়া করা হয়। জেলা আইনজীবী সমিতি দুপুরে মিলাদ মাহফিলের আয়োজন করে। জেলা ছাত্রলীগ শোক প্রকাশ করেছে।

Leave a Reply