মুন্সীগঞ্জের সামছু পাগলার বাড়ি যাচ্ছে শত শত মানুষ

কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: গজারিয়া উপজেলার রড় রায়পুরা গ্রামে সামছু পাগলার বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আগমনের পর থেকে শুরু হয়েছে তার ফকিরি কাজের নানা নমুনার সন্ধান। গণমাধ্যম কর্মীরাও প্রতিদিন ভিড় জমাচ্ছে তার বাড়িতে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সামছু পাগলার দর্শন ও দোয়া নিতে যাচ্ছে শত শত মানুষ। এদিকে তাকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত এখানে স্থায়ীভাবে তার গুনকীর্তনে নিয়োজিত রয়েছে।

শাহজাহান কাদের নামের এক ভক্ত জানান, জন্মের পর থেকেই সামছু একটু পাগল ছিলেন, তিনি বস্ত্র পড়তেন না। এলাকার দুষ্ট ছেলেরা পাগল বললে তিনি দা নিয়ে তাদের কোপানোর চেষ্টা করতেন। এই পাগলামির কারণেই তাকে পাগল বলে ডাকতো সবাই। গ্রামবাসী বৃদ্ধা মাহফুজ মিয়া ও ইব্রাহীম মিয়া বলেন, প্রাইমারি স্কুলে কিছুদিন পড়াশোনার পর বাবার জমি দেখাশোনা করতো সামছু পাগলা।

Leave a Reply