জেজেডি ফ্রেন্ডস ফোরাম মুন্সীগঞ্জ ‘ভ্যালেনটাইন্স আড্ডা’র আয়োজন করে ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসা নিয়ে নানামুখী আলোচনা হলেও আড্ডার প্রধান বিষয় ছিল – ‘ভালোবাসায় হাতে লেখা চিঠি বনাম এসএমএস’। সাপ্তাহিক মুন্সীগঞ্জ সংবাদ অফিস প্রাঙ্গণে প্রাণবন্ত এ আড্ডা চলে বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত। আড্ডায় ফোরাম সদস্য ছাড়াও অন্য বন্ধুরাও অংশ নেন।
আলোচনায় প্রতীয়মান হয় – হাতে লেখা চিঠির বিকল্প নেই। প্রিয়জনের হাতে লেখা চিঠি পাওয়ার আনন্দ অনুভূতি অন্য কিছুতে নেই। বর্তমান এসএমএসের মাধ্যমে প্রিয় মানুষের কাছে দ্রুত এবং সহজে খবর পাঠানো যায়; কিন্তু তাতে চিঠি পাওয়ার মতো আনন্দ মেলে না। চিঠির সঙ্গে থাকে প্রিয় মানুষের আন্তরিক ছোঁয়া। বারবার চিঠি পড়ার মধ্যে অনাবিল এক সুখানুভূতি পাওয়া যায়; রূপ ও রসের যে ব্যাপার থাকে তা এসএমএসের মাধ্যমে প্রকাশ পায় না। এসএমএসের বিজ্ঞাপন বাজারে হাতে লেখা চিঠির প্রায় বিলুপ্তি ঘটছে এবং ডিজিটাল গতির ভালোবাসা গভীরতা হারাচ্ছে।
ম্যারাথন এ আড্ডায় অংশ নেন আহ্বায়ক আবদুস সাত্তার মানিক, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান খোকন, পলাশ সরকার, সদস্য সচিব শেখ মো. রতন, সদস্য আমেনা আক্তার, রাহুল রায়, তমাল কুমার দাশ, সুমিত, সালমান, সোহাগ, নুরুজ্জামান, বশিরুল ইসলাম, জুয়েল, পারভেজ, সালেহীন হাসান, অতিথি বন্ধু কামরুল হাসান, নির্তেশ সি দত্ত এবং যাযাদি মুন্সীগঞ্জ প্রতিনিধি শহীদ-ই-হাসান তুহিন।
আবদুস সাত্তার মানিক
আহ্বায়ক, মুন্সীগঞ্জ
Leave a Reply