কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: প্রশাসনের অনুমতি ছাড়াই মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুর এলাকায় স্থানীয় আব্দুর রহিম মেম্বার ও তার লোকজন যাত্রানুষ্ঠান আয়োজন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য আয়োজকরা প্রশাসনের অনুমতি নিয়েছেন বলে দাবি করেছেন। এ নিয়ে পুলিশ প্রশাসন রহস্যজনক ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। এর আগে গত ৮ মার্চ আয়োজকদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ চলাকালেও পুলিশ নিরব থাকে বলে জানিয়েছেন গ্রামবাসী।
জানা গেছে, পশ্চিম মুক্তারপুর এলাকার আব্দুর রহিম মেম্বার ও শাহিন নামের দুই ব্যক্তি প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করে মুক্তারপুর সেতু সংলগ্ন স্থানে যাত্রা ও হাউজিং খেলার আয়োজনের উদ্দেশ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে। এতে গ্রামবাসী ওই স্থানে এই আয়োজন করতে বাধা দিলে শাহিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে গ্রামবাসীর সঙ্গে সংর্ঘষ বেধে যায়। পরে আয়োজকরা ওই এলাকার অপর একটি স্থানে যাত্রানুষ্ঠানের প্যান্ডেল তৈরী করছে বলে জানান মুক্তারপুর নৌ ফাঁড়ির ইনচার্জ এস আই মুস্তাফিজ।
সদর থানার ওসি কে এম আব্দুল্লাহ বলেন, এ রকম কোনো অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়নি। তবে প্যান্ডেল তৈরির বিষয়ে তিনি মন্তব্য করেননি। সম্পাদনা: শাহজাহান কমর
Leave a Reply