ডেপুটি স্পীকার কর্নেল (অব.) শওকত আলী গতকাল শুক্রবার লৌহজংয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা শওকত হোসেন দুলালের অসহায় পরিবারকে দেখতে যান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ. মতিন খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
উলেখ্য, লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শওকত হোসেন দুলাল গত ১৪ মার্চ নিজ গ্রামের বাড়ি লৌহজংয়ের মেদিনী ম-লে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তাকে ওইদিন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
Leave a Reply