অ্যানেসথেসিয়া ডাক্তারের অনুপস্থিতির কারণে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) কার্যত অচল হয়ে পড়েছে। অপারেশনের রোগীদের বারবার সময় দিয়ে অপারেশন করা সম্ভব হচ্ছে না অ্যানেস্থিসিয়া ডাক্তার মাসের পর মাস ছুটিতে থাকার কারণে। ফলে অপারেশনের রোগীকে ঢাকা মেডিক্যালে রেফার্ড করতে হচ্ছে। এ অভিযোগ খোদ সার্জারি বিভাগের ডাক্তারদের। অ্যানেস্থিসিয়ার জুনিয়র কনসালট্যান্ট ডা. মানস কুমার বসুর অনুপস্থিতির কারণে অনেক গরিব রোগী বিনা অপারেশনে ভুগছে।
শহরের এক মার্কেটের দরিদ্র নাইটগার্ড বিল্লাল তার মেয়ে শান্তকে (১১) পেটের ব্যথা নিয়ে ১৫ দিন আগে এ হাসপাতালে ভর্তি করান। অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। কিন্তু অ্যানেস্থেসিয়া ডাক্তার ছুটিতে থাকায় অপারেশন করা সম্ভব হচ্ছে না। দরিদ্র বিল্লালের পক্ষে স্থানীয় কোনো প্রাইভেট ক্লিনিকে তো দূর ঢাকা মেডিক্যালে নিয়ে গিয়ে মেয়েকে অপারেশন করানো সম্ভব নয়। এ কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বিল্লাল (৪৭)। এ রকম অপারেশনের অপেক্ষায় অনেক গরিব রোগীকে হাসপাতালে দিনের পর দিন পড়ে থাকতে দেখা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যানেস্থেসিয়ার জুনিয়র কনসালট্যান্ট মানস কুমার বসু প্রায়ই ছুটিতে থাকেন। দু’একদিন হাসপাতালে হাজিরা দিয়ে আবার এক মাসের জন্য ছুটিতে চলে যান। এভাবেই তিনি বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কর্মরত আছেন। মাসের পর মাস ছুটি কাটানোর ফলে ওটি কার্যত অচল হয়ে আছে। ১৬ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ ছুটি কাটানোর পর তিনি ১৮ মার্চ আবার এক মাসের জন্য ছুটির আবেদন করেন।
সার্জারির সিনিয়র কনসালট্যান্ট ডা. এ কে এম শফিউল আলম জানান, অ্যানেস্থেসিয়া ছাড়া তো অপারেশন করা সম্ভব নয়। রোগীদের বারবার সময় দিতে হচ্ছে। অ্যানেস্থেসিয়া কনসালট্যান্ট মানস কুমার বসু ছুটিতে থাকার কারণে অনেক রোগীকে ঢাকা পাঠিয়ে দেয়া হচ্ছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সাজেদুল ইসলাম জানান, আমি এখানে নতুন এসেছি। বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে দেখবো। আর অদূর ভবিষ্যতে ডা. মানস কুমার বসুর ছুটি গ্র্যান্ড করা হবে না।
Leave a Reply