প্রেমিকের আক্রোশ

শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং থেকে
প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা মুক্তাসহ ১০ জন বরযাত্রী এখন হাসপাতালে। উপজেলার গাঁওদিয়া গ্রামের জাব্বার শেখের ছেলে ফয়সাল একই গ্রামের আবুল দেওয়ানের মেয়ে মুক্তাকে দীর্ঘদিন ধরে একতরফা প্রেম নিবেদন করে আসছিল। একপর্যায়ে এলাকাবাসী ফয়সালকে জুতাপেটা করে। পরে মেয়েটির বিয়ে ঠিক হয়। বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার পথে ফয়সাল বরযাত্রী দলের ওপর হামলা চালায়। তার ছুরিকাঘাতে কনে মুক্তা ও ১০ জন বরযাত্রী আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply