মুন্সীগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি

কাজী দীপু, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) কোর্সের ছাত্রছাত্রীরা গত সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়া করেছে। সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করে নানাবিধ সমস্যার সমাধান কল্পে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান আন্দোলনরত ছাত্রছাত্রীরা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) কোর্সের পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও এখনো চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশ নিতে পারেনি এবং কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হবে তার নির্দিষ্ট তারিখও জানতে পারছে না। এছাড়া ছাত্রছাত্রীদের মানোন্নয়ন পরীক্ষার কোনো সুযোগ নেই, প্রতিবছর অসহনীয় সেসন জট লেগে আছে।

এর আগে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী মো. তাহের মিয়া, তাজমিন আক্তার, দেলোয়ার হোসেন ও জহিরুল ইসলাম প্রমুখ।

[ad#co-1]

Leave a Reply