মুন্সীগঞ্জে বর্ষবরণের অনুষ্ঠান

বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জে এবার বর্ষবরণের অনুষ্ঠান চলছে। সকাল ৭টায় শহরের টেনিস মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোশারফ হোসেন।

সকাল ৮টায় টেনিস মাঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশের হাইস্কুলে বসেছে পান্তা-ইলিশের আসর। শহরের ইদ্রকপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে বৈশাখী মেলাসহ চলছে নানা অনুষ্ঠান। অন্যান্য বছরের তুলনায় এবারের বর্ষবরণ উৎসব একটি ভিন্ন মাত্রা পেয়েছে। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে গ্রামে-গঞ্জেও।

Leave a Reply