ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত য় জনদুর্ভোগ চরমে
মুন্সীগঞ্জ শহরের ড্রেনের কাজ তিন মাসে সম্পন্ন হওয়ার কথা থাকলেও দুই বছরেরও সে কাজ শেষ হয়নি। ফলে ব্যবসায়ীরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত আর সাধারণ জনগণ পোহাচ্ছে চরম দুর্ভোগ। এ ব্যাপারে পৌরবাসী বারবার যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো লাভ হয়নি। ঠিকাদাররা প্রভাবশালী ও পৌর মেয়রের নিকটাত্মীয় হওয়ায় তাদের নিজেদের মতো করে কাজ করছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। অন্য দিকে ঠিকাদাররা বলছেন, তাদের নানা সীমাবদ্ধতার কথা।
শহরের থানারপুল থেকে গণকপাড়া আর থানারপুল থেকে লঞ্চঘাট এ দু’টি ড্রেনের কাজ গত ২০০৭ সালের নভেম্বর মাসে শেষ হওয়ার কথা থাকলেও আজ অবদি হয়নি। কবে নাগাদ শেষ হবে তারও নির্দিষ্ট দিনক্ষণ কেউ বলতে পারছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এডিপি, ওপেক ও জিওবি’র সমন্বিত অর্থায়নে সেকেন্ডারি টাউন ইন্টারগেটেড ফ্লাড প্রটেকশন (ফেইজ-২) প্রকল্পের আওতায় পেকেজ-১ থানারপুল থেকে লঞ্চঘাট ড্রেন নির্মাণকাজের কার্যাদেশ হয় গত ২০০৭ সালের ২৬ জুলাই। কাজ পায় আহমেদ বিল্ডার্সের স্বত্বাধিকারী পৌর মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমানের ছোট ভাই মোহাম্মদ লিটন। কাজ শেষ হওয়ার কথা একই সালের ২৩ নভেম্বর। ৯২০ মিটার দৈর্ঘ্যরে এ ড্রেনের বরাদ্দ ধরা হয় ৮০ লাখ ৪১ হাজার ৪৮৩ টাকা। অপর দিকে একই সময় পেকেজ-২ থানারপুল থেকে গণকপাড়া ড্রেন নির্মাণকাজটির কার্যাদেশ হয়। কাজ পায় সম্রাট টেড্রার্সের স্বত্বাধিকারী শাহাদাৎ হোসেন। কাজ শেষ হওয়ার কথা একই সালের ২৫ নভেম্বর। ১ হাজার ৪৬ মিটার দৈর্ঘ্যরে এ ড্রেনের বরাদ্দ ধরা হয় ৫৫ লাখ ৭১ হাজার ২৮৫ টাকা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকানঘর মালিকরা জানান, কাজ দু’টির দীর্ঘসূত্রতার ফলে এখনকার জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছে আর ব্যবসায়ীরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। ড্রেনের কাজ করতে গিয়ে ঠিকাদারদের গাফিলতির কারণে অনেক বাড়িঘরের দেয়াল এবং অনেকের দোকানঘর ভেঙে গেছে। তাদের কোনো ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না। এ ছাড়া ড্রেনে ময়লা পানি জমে থাকার কারণে মশার ব্যাপক বিস্তার ঘটেছে। সব শ্রেণীর মানুষ মশার কামড়ে অতিষ্ট। ড্রেনের পানি আটকে রাস্তায় ওঠে রাস্তা নষ্ট করছে। যানবাহন চলাচলে বিঘí সৃষ্টি হচ্ছে। পথচারীরা বিড়ম্বনার শিকার হচ্ছেন।
এ দিকে ঠিকাদাররা বলছেন ভিন্ন কথা। তাদের একজন সম্রাট টেড্রার্সের স্বত্বাধিকারী শাহাদাৎ হোসেন বলেন, রাস্তার দু’পাশে স্খাপনা সরিয়ে না দেয়া ও বালুর মধ্যে কাজ করার কারণে দেরি হয়েছে। অন্যজন আহমেদ বিল্ডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ লিটন বলেন, বর্ষা মৌসুমে কাজ বìধ রাখতে হয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন যথাযথ সময়ে সরিয়ে দিলে আরো দ্রুত কাজ শেষ করা যেত।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান নয়া দিগন্তকে বলেন, ড্রেনের কাজ যথাসময়ে করার জন্য ঠিকাদারদের বারবার তাগিদ দেয়া হয়েছে। বেআইনি দখলদারদের কারণে দেরি হয়েছে। আশা করছি, কাজটি দ্রুত শেষ হবে।
তবে শেষ আশ্বাস নয় দ্রুত কাজ শেষ করে জনসাধারণের দুর্ভোগ কমানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
Leave a Reply