কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: সিরাজদিখান উপজেলার বালুরচর-দোসরপাড়া গ্রামে যুবতী সালমা বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। ঘটনার ১৪ দিন পর গতকাল সকালে গ্রেফতার হওয়া কাশেমের স্বীকারোক্তিতে খুনের রহস্য উদঘাটন হয় বলে পুলিশ জানিয়েছে। কাশেমের স্বীকারোক্তি অনুযায়ী প্রতিবেশীদের ফাঁসাতে অপর প্রতিবেশীরা সালমাকে হত্যা করে।
পুলিশ আরো জানায়, হত্যাকাণ্ডে পাঁচ যুবক অংশ নেয়। তাদের একজন কাশেম। সে ঘটনায় জড়িত থাকার কথা জানিয়ে পুলিশের কাছে জবানবন্দি দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিরাজদিখান থানার এসআই আফজাল জানান, গত ১৩ এপ্রিল রাতে ঢাকা থেকে দোসরপাড়ার বাড়িতে ফেরার পথে সালমা বেগম খুন হন। পরদিন বাড়ির পাশের ইরি ধানের জমি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন প্রতিবেশী সোহরাব, লোকমানসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেন নিহতের মা মনবাহারি। পুলিশ প্রাথমিক তদন্তে এজাহারভুক্ত আসামিদের হত্যাকাণ্ডে জড়িত থাকার সত্যতা পায়নি। পরে কাশেমকে সন্দেহের তালিকায় আনে। গতকাল সকালে গ্রেফতার করার পর সে জবানবন্দি দেয়। সম্পাদনা: শাহজাহান কমর
Leave a Reply