কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে সোমবার সকাল সোয়া ১০টার দিকে একটি মিনিবাস ও ট্যাক্সি ক্যাবের মধ্যে মুখোমুখী সংঘর্ষে ট্যাক্সি ক্যাবটির চালকসহ চারজন নিহত হয়েছে।

নিহতরা হচ্ছে ট্যাক্সি ক্যাব চালক ইব্রাহীম (৩৫), যাত্রী মো. খলিল (৪৫), নূর জাহান (৪৫) এবং জমিলা (৪২)। তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীলোৎপল দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্যাক্সি ক্যাবটি মুন্সীগঞ্জের বেগমবাজার থেকে রাজেন্দ্রপুর আসার পথে মুন্সীগঞ্জ থেকে ঢাকাগামী মিনিবাসটির মধ্যে এ সংঘর্ষ হয়।

ওসি নীলোৎপল বলেন, “এতে খলিল ও নূর জাহান ঘটনাস্থলে এবং ইব্রাহীম ও জমিলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”

দুর্ঘটনায় ট্যাক্সি ক্যাবটি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মিনিবাসটিকে রাস্তার পাশে ফেলে দেয়। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

এ ঘটনায় ঢাকা-মাওয়া মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল।

মিনিবাসটি স্থানীয়ভাবে হলুদ গাড়ি নামে পরিচিত।

Leave a Reply