গজারিয়ায় সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ করছেন আওয়ামী লীগ নেতা

গজারিয়া উপজেলার রসুলপুর খেয়াঘাটসংলগ্ন সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছে এক আওয়ামী লীগ নেতা রসুলপুর খেয়াঘাট এলাকায় আওয়ামী লীগ নেতা নসিম মিয়াজী পাকা দেয়াল দিয়ে দোকানঘর নির্মাণ শুরু করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে লিখিতভাবে নিষেধ করেন। এরপর ভূমি অফিসের সার্ভেয়ার ঘটনাস্খলে গিয়ে সরকারি সম্পত্তি মেপে লাল নিশানা টানিয়ে দিয়ে যান। কিন্তু তারপরও নাসিম মিয়াজী দোকানঘর নির্মাণ অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, সরকারি সম্পত্তিতে দোকানঘর নির্মাণ না করতে তাকে লিখিতভাবে নিষেধ করা হয়েছে। এরপরও নির্মাণকাজ অব্যাহত রাখলে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্খা নেয়া হবে। নাসিম মিয়াজী দাবি করেন, সার্ভেয়ার মেপে যাওয়ার পর তার নিজ সম্পত্তিতে তিনি দোকানঘর নির্মাণ করছেন। তবে বর্তমানে কাজ বìধ রয়েছে।

Leave a Reply