বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে শেষ বোর্ড সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বোর্ডের পরিচালক ও ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন। সভায় সভরেইন রেটিং এর জন্য স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর এবং মডি নামের দুটি ক্রেডিট রেটিং এজেন্সিকে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশের সভরেইন ক্রেডিট রেটিং না থাকায় আমরা শুধু বিশ্বব্যাংক কিংবা আইএমএফ এর মতো দাতাসংস্থাগুলোর ঋণ পাই। কিন্তু প্রাইভেট ঋণদাতা প্রতিষ্ঠান যেমন সিটি কর্প কিংবা জার্মানির ডিইজেড এর মতো প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ নিতে পারি না। এখন আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক ক্রেডিট রেটিংভুক্ত হলে আমরা বিশ্বব্যাংক, আইএমএফ এর পাশাপাশি প্রাইভেট ঋণদাতা প্রতিষ্ঠান থেকেও ঋণ নিতে পারব। এছাড়াও ক্রেডিট রেটিং না থাকায় বিদেশে বাংলাদেশের অধিকাংশ ব্যাংকেরই এলসি গ্রহণযোগ্য হয় না। এখন সভরেইন রেটিং এর ফলে বাংলাদেশের ব্যাংকগুলোর এলসির গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাবে। বর্তমানে পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কার মতো দেশগুলোতে সভরেইন রেটিং থাকায় তারা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ পাচ্ছে, পাশাপাশি আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানও ওইসব দেশে বিনিয়োগে অধিক পরিমাণে উৎসাহবোধ করে।
সূত্র আরো জানায়, বৈঠকে দেশের সর্বশেষ সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন বোর্ড পরিচালক ড. মোহাম্মদ তারেক, ড. মো. আলী তসলিম, ড. নাসিম, মোশারফ হোসাইন ভূইয়া, ড. মো. ইসমাইল হোসাইন। এ সময় তারা বিগত চার বছর সাফল্যের সঙ্গে দায়িত্বপালনের জন্য বিদায়ী গভর্নরের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
Leave a Reply