শ্রীনগরে গৃহবধূ হত্যা

শ্রীনগরে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকালে উপজেলার পাচলদিয়া গ্রামের কোরিয়া ফেরত হাফিজুর রহমানের স্ত্রী সামিয়া আক্তার রিতা (২২)-এর লাশ পুলিশ উদ্ধার করে। পুলিশ জানায়, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রাখা হয়। রিতার বাবা আবজল খান বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে রিতার স্বামী হাফিজুর রহমান, শ্বশুর হারুনুর রশীদ এবং শাশুড়ি আনোয়ারাকে গ্রেপ্তার করেছে। মামলার অপর আসামি রিতার দেবর সুমন পলাতক রয়েছে।

Leave a Reply