ঝড়ে মাওয়া-কাওড়াকান্দিতে লঞ্চ সি-বোট ও ট্রলারডুবি

গতকাল সোমবার বিকেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ে মাওয়া-কাওড়াকান্দির পদ্মায় দু’টি লঞ্চ, অনেকগুলো সি-বোট ও ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ প্রায় কয়েক শ’ যাত্রী নিখোঁজ হয়েছে।
বিআইডব্লিউটিএ, লঞ্চ মালিক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বিকেল থেকে সìধ্যা পর্যন্ত বয়ে যাওয়া ঝড়ে মাওয়া ঘাটের পন্টুনে বাঁধা রাকিব ও তাজমহল লঞ্চটি ডুবে যায়। এ ছাড়াও মাঝ পদ্মায় থাকা শ্রেষ্ঠ, পদ্মা ও মায়ের দোয়া লঞ্চ তিনটি প্রায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে নিখোঁজ রয়েছে।
ঘাট কর্তৃপক্ষ ও পোর্ট সূত্র দাবি করে, শ্রেষ্ঠ ও পদ্মা লঞ্চটির সìধান পাওয়া গেছে। তবে প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়া থেকে ছেড়ে আসা মায়ের দোয়া লঞ্চটির এখনো কোনো সìধান পাওয়া যাচ্ছে না বলে ঘাটের সূত্রগুলো জানায়। মালবাহী এমভি বর্ষা কার্গো নিখোঁজ হয়েছে।
এ দিকে ঝড়ের সময় মাঝ পদ্মায় শতাধিক যাত্রী নিয়ে অন্তত ১০টি সি-বোট, একাধিক ট্রলার ও মাছধরা নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্র জানায়।
অপর দিকে ঝড়ে কাওড়াকান্দি ৩ নম্বর ঘাটের ফেরি পন্টুন ও মাওয়ার তিনটি পন্টুনই সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ রুটের সব সিগন্যাল বাতি, বিকন বাতি বিধ্বস্ত হয়ে গেছে। মাওয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া যানবাহন বোঝাই রায়পুরা, রানীগঞ্জ ও কাওড়াকান্দি থেকে ছেড়ে আসা ফেরি যানবাহন বোঝাই যমুনা ও থোবাল নামের ফেরি চারটি প্রায় ৮০টি যানবাহন ও ১২ শতাধিক যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পড়েছে। ঝড়ের পর থেকে এ রুটে সব ধরনের নৌযান চলাচল বìধ রয়েছে। উভয় ঘাটের ৩০টি দোকানঘরসহ জেলার বিভিন্ন স্খানের প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Reply