নাম কে এম বাশার। বাশার মাস্টার নামেই এলাকায় তার পরিচিতি। তিনি মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার ২৭ নম্বর দক্ষিণকান্দি বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ১১ বছর ধরে একই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
তার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ শিক্ষক হয়েও তিনি বিভিন্ন অপকর্মে লিপ্ত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি নিজেকে আওয়ামী লীগ কর্মী ঘোষণা দিয়ে অপরাধ কর্মকাণ্ড আরো বাড়িয়ে দেন। তার বিরুদ্ধে গজারিয়া থানায় মারামারিসহ র্যাব পরিচয়ে ছিনতাইয়ের মামলা (নম্বর ৯, তাং-১১/৪/০৯ ইং এবং ১১ তাং-১৮/৪/০৯) হয়েছে। ওই মামলায় তিনি বর্তমানে জামিনে আছেন।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি তারা দেখবেন। জেলা শিক্ষা কর্মকর্তা শিরীন আক্তার নয়া দিগন্তকে জানান, কে এম বাশার সম্পর্কে অভিযোগ এসেছে। বিষয়টি তদন্তাধীন আছে। অপরাধ প্রমাণিত হলে ব্যবস্খা নেয়া হবে। অভিযুক্ত বাশার মাস্টার বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।
Leave a Reply