বিক্রমপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

মুন্সীগঞ্জের লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান­ এ তিন উপজেলার সমন্বয়ে গত ৬ মে লৌহজংয়ের মাওয়ায় বিক্রমপুর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ঘটেছে। এতে ২০০৯-১২ তিন বছরমেয়াদি নয় সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক নয়া দিগন্ত-এর গোলাম মঞ্জুরে মাওলা অপুকে সভাপতি ও দৈনিক আমার দেশ-এর আবু নাছের খান লিমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন­ সহসভাপতি সামসুজ্জামান পনির (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক এম তরিকুল ইসলাম (সংগ্রাম), কোষাধ্যক্ষ ইমতিয়াজ বাবুল (মানবজমিন), দফতর সম্পাদক কে এন ইসলাম বাবুল (অন্যায়ের প্রতিবাদ) ও সাহিত্য, ক্রীড়া ও প্রচার সম্পাদক রাজ্জাক হোসেন বাবু (অন্যায়ের প্রতিবাদ)।

Leave a Reply