মুন্সীগঞ্জের লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান এ তিন উপজেলার সমন্বয়ে গত ৬ মে লৌহজংয়ের মাওয়ায় বিক্রমপুর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ঘটেছে। এতে ২০০৯-১২ তিন বছরমেয়াদি নয় সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক নয়া দিগন্ত-এর গোলাম মঞ্জুরে মাওলা অপুকে সভাপতি ও দৈনিক আমার দেশ-এর আবু নাছের খান লিমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সামসুজ্জামান পনির (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক এম তরিকুল ইসলাম (সংগ্রাম), কোষাধ্যক্ষ ইমতিয়াজ বাবুল (মানবজমিন), দফতর সম্পাদক কে এন ইসলাম বাবুল (অন্যায়ের প্রতিবাদ) ও সাহিত্য, ক্রীড়া ও প্রচার সম্পাদক রাজ্জাক হোসেন বাবু (অন্যায়ের প্রতিবাদ)।
Leave a Reply