মুন্সীগঞ্জে মুক্তারপুর সেতু চালু হলেও দুর্ভোগ কমেনি

সংযোগ সড়ক ছাড়াই মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ম্ক্তুারপুর সেতু উদ্বোধন হওয়ায় মুন্সীগঞ্জবাসীর স্বপ্ন পূরণ হলেও দুর্ভোগ কমেনি। সেতুর দু’পাশের রাস্তাঘাট উন্নয়ন এবং সেতু নির্মাণ পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ ম্্্ক্তুারপুর-চাষাঢ়া সংযোগ সড়ক নির্মাণ না করেই সেতুটি খুলে দেয়ায় যানজটের কারণে জনদুর্ভোগ বরং আগের চেয়ে কিছুটা বেড়েছে। গত বছরের ১৮ ফেব্র“য়ারি সেতুটি উদ্বোধন করা হয়। অন্যদিকে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় বিগত বিএনপি সরকার রেল লাইন সম্প্রসারণের প্রতিশ্র“তি দিলেও তা প্রতিশ্র“তিই রয়ে গেছে। ভুক্তভোগীরা জানান, ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের মুক্তারপুর থেকে পঞ্চবটি পর্যন্ত সড়কটি অত্যন্ত সরু হওয়ায় যানবাহন চলাচলে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তাই এ সড়কে চলাচলরত যাত্রীদের দাবি, দ্রুত মুক্তারপুর থেকে চাষাঢ়া পর্যন্ত ৬ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা না হলে মুক্তারপুর সেতু এখানকার মানুষের খুব একটা উপকারে আসবে না। এছাড়া মুন্সীগঞ্জ জেলার অভ্যন্তরীণ সড়কেরও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। এ কারণে সর্বত্র যানবাহন চলাচল করতে না পারায় সেতুর উপকারিতাও পাচ্ছে না মানুষ। সেতু কর্তৃপক্ষ জানায়, নারায়ণগঞ্জ জেলার লোকজন জায়গা দিতে অস্বীকৃতি জানালে কাজ শুরু করা সম্ভব হয়নি। সে সময় তারা ইঞ্জিনিয়ার ফেরদৌসকে ঘণ্টাব্যাপী আটক করে রেখেছিল। বর্তমানে রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে। জনপ্রতিনিধিরা উদ্যোগ নিয়ে এগিয়ে এলে কাজ শুরু করা সম্ভব হবে। উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তারপুরের বিসিক মাঠে ৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় এ সেতুর সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ হয়ে মুন্সীগঞ্জ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের প্রতিশ্র“তি দিয়েছিলেন।

Leave a Reply