মুন্সীগঞ্জ সদর উপজেলার রনছ রুহিতপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্রী মায়মুনা আক্তার রিংকির হত্যাকারী গৃহশিক্ষককে গ্রেফতার ও বিচারের দাবিতে গত বৃহস্পতিবার মানববìধন অনুষ্ঠিত হয়। ন্যাশনাল চিল্ড্রেন টাক্সফোর্স নামে শিশু সংগঠন আয়োজিত এই বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য, রনছ রুহিতপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ স্খানীয় জনগণ এতে অংশ নেন। মানববìধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ রনছ রুহিতপুর গ্রামের পেরু মাদবরের কন্যা মায়মুনা আক্তার রিংকি নিজ বাড়িতে প্রাইভেট পড়ার সময় গৃহশিক্ষক সারোয়ার হোসেন ধারাল চাপাতি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ এই ঘটনায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এলাকায় অসন্তোষ বিরাজ করছে।
Leave a Reply