মুন্সীগঞ্জে লম্পট প্রেমিকসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় লম্পট প্রেমিকসহ ছয় জনের নামে শনিবার রাতে ধর্ষনের মামলা করেছেন প্রতারিত প্রেমিকা শাহানা আক্তার। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এ মামলায় রাজন নামের এক যুবককে ওইদিন রাতেই গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পাঁচগাছিয়া গ্রামের চানঁ মিয়ার মেয়ে শাহানা আক্তারের সঙ্গে একই উপজেলার হোগলাকান্দি গ্রামের নাজমুলের মোবাইলে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। চার মাস আগে শাহানা আক্তারের অন্যত্র বিয়ে হয়ে যায়। এর মধ্যে প্রেমিক নাজমুল মোবাইলে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসতে বললে প্রেমিকা শাহানা আক্তার গত ১১ মে নাজমুলের গ্রামের বাড়িতে চলে আসে। এরপর নাজমুল বিভিন্নস্থানে প্রেমিকা শাহানাকে নিয়ে পাঁচ দিন অতিবাহিত করে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এতে স্বামী ও প্রেমিককে হারিয়ে দিশেহারা প্রেমিকা শাহানা আক্তার শনিবার রাতে(১৬ মে) লম্পট প্রেমিক নাজমুলসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

Leave a Reply