কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে:
যুবদল কর্মী দিদার হত্যা মামলার প্রধান আসামি টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতুকে গ্রেফতারের চারঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। ব্যাপক তদবির ও মোটা অংকের টাকার বিনিময়ে গভীর রাতে রাজধানীর নিউ মার্কেট থানা পুলিশ তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ করেছে বাদিপক্ষ। শনিবার রাতে নিউ মার্কেট থানার কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সার্জেন্ট মিজান। এদিকে জগলুলকে ছেড়ে দেয়ার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম।
নিউমার্কেট থানার ওসি মো. কামাল উদ্দিন প্রধান আসামিকে ছেড়ে দেয়ার কথা স্বীকার করে বলেন, একটি রাজনৈতিক মামলায় জগলুল হালদার ভুতুকে আসামি করা হলেও তার বিরুদ্ধে সুস্পষ্ট সাক্ষ্যপ্রমাণ নেই।
টাকা লেনদেনের বিষয়টি ভিত্তিহীন বলে তিনি জানান। টঙ্গিবাড়ি থানার ওসি জানান, জগলুল হালদার ভুতুর গ্রেফতার কিংবা ছেড়ে দেয়া সম্পর্কে তিনি কিছুই জানেন না।
এদিকে নিহত যুবদল কর্মী দিদারের মা রুনা বেগম বলেন, প্রধান আসামিকে ছেড়ে দেয়ার পর আদৌ ছেলে হত্যার বিচার পাবো কিনা সন্দেহ রয়েছে।
=============================================================================
৪ ঘণ্টা নাটকের পর ছেড়ে দেয়া হলো খুনের আসামিকে
মুন্সীগঞ্জে একটি খুনের মামলার প্রধান আসামি টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতুর গ্রেপ্তার নিয়ে নাটক চলে শনিবার রাত ১২টা পর্যন্ত। টঙ্গিবাড়ীর দীঘিরপাড় বাজারে দিদার হত্যা মামলার আসামি ভুতুকে শনিবার রাত ৮টার দিকে ঢাকার নিউ মার্কেট থানার কাঁটাবন এলাকা থেকে গ্রেপ্তার করেন সার্জেন্ট মিজান। ব্যাপক তদবির ও মোটা অঙ্কের টাকার বিনিময়ে ৪ ঘণ্টা নিউ মার্কেট থানায় আটক রাখার পর তাকে ছেড়ে দেয়া হয়। এ গ্রেপ্তারের ঘটনা নিয়ে টঙ্গিবাড়ী ও নিউ মার্কেট থানার ওসি পরস্পরবিরোধী তথ্য দেন। তাকে গ্রেপ্তারের পর ছেড়ে দেয়া নিয়ে মুন্সীগঞ্জের রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। এতে শঙ্কিত হয়ে পড়েছেন নিহত দিদার হোসেনের মা রুনা বেগম। পূর্বশত্রুতার জের ধরে ১১ মে টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় বাজারে জগলুল হালদার ভুতু, তার ছেলে দীঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হালদার, ভাতিজা রাসেল হালদারসহ একদল ক্যাডার যুবদল কর্মী দিদার হোসেনকে (২৫) একা পেয়ে বেদম মারধর ও কুপিয়ে জখম করে। খবর পেয়ে প্রতিপক্ষ বিএনপি নেতা নুরুদ্দিন খান ও তার লোকজন দিদারকে উদ্ধার করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়। পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দিদার হোসেন মারা যান। পরে এ ঘটনায় জগলুল হালদার ভুতু ও আরিফ হালদারসহ ৩০ জনকে আসামি করে মামলা করেন নিহতের মা রুনা বেগম। এর পর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতুসহ অন্যান্য আসামিরা আত্মগোপন করে।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জগলুল হালদার ভুতুর গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, টঙ্গিবাড়ী থানার ওসি আমাকে জানান যে, একটা রাজনৈতিক মামলায় জগলুল হালদার ভুতুকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে সুস্পষ্ট সাক্ষ-প্রমাণ নেই। পরে তাকে ও অন্যান্য আসামিকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হবে। তাই একটি জিডি করে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ জানান, জগলুল হালদার ভুতুর গ্রেপ্তার কিংবা ছেড়ে দেয়া সম্পর্কে আমি কিছুই জানি না। নিহত দিদারের মা রুনা বেগম ছেলে হত্যার বিচার নিয়ে এখন দ্বিধাগ্রস্ত। তিনি বলেন, আমার ছেলের হত্যা মামলার প্রধান আসামি ভুতুকে গ্রেপ্তার করার পর ছেড়ে দেয়ার মধ্য দিয়ে বোঝা যায় আদৌ এ হত্যার বিচার পাবো কি না। বরং পরিবার-পরিজন নিয়ে এলাকায় থাকাই এখন ঝুঁকিপূর্ণ।
Leave a Reply