ঢাকা-মাওয়া মহাসড়কে রাজধানীর সাথে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগের জন্য গত শুক্রবার মুন্সীগঞ্জের মাওয়া ও শিবচরের কাঁঠালবাড়িতে মাওয়া-কাঁঠালবাড়ি নৌরুট দীর্ঘ চার বছর পর আবার চালু হয়েছে। গত শুক্রবার নৌপরিবহন মন্ত্রী ডা. আফসারুল আমীন আনুষ্ঠানিকভাবে এ নৌরুট উদ্বোধন করেন। এ নৌরুট চালুর ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে এক ঘন্টা সময় কম লাগবে।
নতুন চালু হওয়া এ নৌরুটের দৈর্ঘ্য মাত্র ১১ কিলোমিটার। এ দিকে মাওয়া-কাওড়াকান্দি ও মাওয়া-মঙ্গলমাঝি নৌরুটের দৈর্ঘ্য ১৬-১৭ কিলোমিটার। এতে ফেরি পারাপারে সময় লাগে ২ থেকে আড়াই ঘন্টা। কিন্তু মাওয়া-কাঁঠালবাড়ি নৌরুট চালু হওয়ায় যাত্রীদের কমপক্ষে ১ ঘন্টা সময় বাঁচবে। এ নৌরুটের কাঁঠালবাড়ি ফেরিঘাট পন্টুন থেকে পাঁচ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ হচ্ছে। ২৫ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ এ কাজ বাস্তবায়ন করছে।
Leave a Reply