মুন্সীগঞ্জের ১৪ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মিত হচ্ছে

জেলার ৬ উপজেলায় ৫ কোটি ৫ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে ১৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলায় রামপাল উচ্চ বিদ্যালয়, বছিরননেছা উচ্চ বিদ্যালয়, এম এ খালেক উচ্চ বিদ্যালয়, রিকাবিবাজার উচ্চ বিদ্যালয়, সিরাজদিখান উপজেলায় ইছাপুরা উচ্চ বিদ্যালয় ও রসুনিয়া উচ্চ বিদ্যালয়, গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়, টেংগারচর উচ্চ বিদ্যালয়, রায়পাড়া উচ্চ বিদ্যালয়, টঙ্গীবাড়ি উপজেলায় বালিগাঁও উচ্চ বিদ্যালয়, স্বর্ণগ্রাম উচ্চ বিদ্যালয়, লৌজজং উপজেলার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়, হলদিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীনগর উপজেলায় শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ চলছে।
ইতিমধ্যে ৫০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। একাডেমিক ভবনের নির্মাণ কাজ সমাপ্ত হলে বিদ্যালয়গুলোতে শ্রেণীকক্ষের সংকট দূর হবে। আগামী ৩ মাসের মধ্যে এসব ভবনের নির্মাণ কাজ সমাপ্ত হবে।

Leave a Reply