হরগঙ্গা কলেজের পুকুরের মাছ চুরির ঘটনায়

আসামিদের হুমকি, শঙ্কিত শিক্ষকগণ
কলেজের পুকুর থেকে মাছ চুরির মামলা করায় শিক্ষকদের হুমকি দিচ্ছে আসামিরা। এতে করে শঙ্কিত হয়ে পড়েছেন মামলার বাদী মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মিয়া। তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর বহিরাগতরা কলেজ ও ছাত্রাবাসে অবাধে বিচরণ করছে। গত ২২শে মে ভোরে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের পুকুর থেকে একদল দুর্বৃত্ত ৩০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করলেও বাকি ৩ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার ৫ আসামি হচ্ছে, শহরের কোটগাঁও গ্রামের বখাটে আকিব, তপু, মামুন, শ্যামল বাল্মিকী ও মাসুদ রানা। এদের মধ্যে মাসুদ রানা ও শ্যামল বাল্মিকীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আতঙ্কের মধ্যে রয়েছে কলেজের শিক্ষকরা। এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মিয়া বলেন, আসামিরা জামিন নিয়ে আসার পর না জানি কি হয়। তিনি এখন ভীতসন্ত্রস্ত।

[ad#co-1]

Leave a Reply