কোটিপতি চোর

কোটিপতি চোর তাজুল ইসলাম

কোটিপতি চোর তাজুল ইসলাম

চুরি করেই কোটিপতি। এই সৌভাগ্যবানের (!) নাম তাজুল ইসলাম তাজু। চার বছরে দুই হাজারের বেশি চুরির অভিজ্ঞতাসম্পন্ন আন্তঃজেলা চোর সর্দার তাজুল ইসলাম তাজুকে অবশেষে ধরে ফেলেছে পুলিশ। দিনে সে ট্রাক শ্রমিক আর রাতে চোরের লিডার। তার আছে তিনশ’ চোরের বিশাল বাহিনী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, বরিশাল ও চট্টগ্রামে রয়েছে তার বাহিনীর তৎপরতা। চুরির টাকায় এখন সে তিনটি ট্রাক, নারায়ণগঞ্জে ৯ শতক জায়গার ওপর আলিশান বাড়ি ও ৬৮ শতাংশ জমির মালিক। গত মাসে নগরীর একটি ডিপার্টমেন্টাল স্টোরে চুরির সূত্র ধরে পুলিশ কোটিপতি এ চোরকে গ্রেপ্তার করে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় তার বাহিনীর আরো ১০ সদস্যকে।
আন্তঃজেলা চোর সর্দার তাজুল ইসলামকে ধরতে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার বাবুল আক্তার, কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম ও সাব ইন্সপেক্টর মোহাম্মদ মহসীনের নেতৃত্বে পুলিশের একটি দল একমাস ধরে নজরদারি করছিলেন। অবশেষে চট্টগ্রামের লোহাগাড়ার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে তাজুকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার করা হয় আরো ১০ চোরকে। তাজুলের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায়।
মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার যায়যায়দিনকে জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে যতো চুরির ঘটনা ঘটে তার বেশিরভাগের সঙ্গে তাজুল বাহিনী জড়িত। চারটি জেলায় আছে তার গ্রুপ। দোকানের সামনে ট্রাক নষ্টের ভান করে আড়াল দিয়ে সে ও তার বাহিনীর সদস্যরা চুরি করতো।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) বাবুল আক্তার জানান, তাজুল এখন কয়েকটি ট্রাকের মালিক। তার সম্পদের বিবরণ অনুযায়ী কোটিপতি বলা যায়। কিন্তু সে দিনের বেলায় নিজের ট্রাকে হেলপার হিসেবে কাজ করে। আর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোনো স্পটে সুযোগ বুঝে ট্রাক দাঁড় করিয়ে চুরি করে।
পুলিশের অনুসন্ধান ও তাজুল ইসলামের তথ্য অনুযায়ী ২০০১ সালে চোরাই তেলের ব্যবসার সূত্রে ছিঁচকে চোর বুলুর সঙ্গে পরিচয় হয়। বুলু পরিচয় করিয়ে দেয় সর্দার আবুল কাশেমের সঙ্গে। কাশেমের সঙ্গে বেশ কয়েক বছর চুরি করে সে একটি ট্রাক কেনে। ট্রাকটি রাস্তার ওপর দাঁড় করিয়ে দোকানের তালা ভেঙে চুরি করতো সে। চুরির পাশাপাশি চোরাই তেলের ব্যবসা ও জমির দালালি শুরু করে তাজু। বয়সের কারণে কাশেম একসময় চুরি বন্ধ করে দিলে ২০০৫ সালের শেষের দিকে পুরো বাহিনীর সর্দার বনে যায় তাজু। সারাদেশে তার বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৩শ’। তার বাহিনীর মূল কেন্দ্র নারায়ণগঞ্জ। সেখানে আছে তার দেড়শ’ সদস্য। এছাড়া বরিশালে ২৫, মুন্সীগঞ্জে ৩০ ও চট্টগ্রামে ৪/৫ জন সদস্য রয়েছে। তাদের কয়েকজন হলো নগরীর পাথরঘাটা এলাকার রাজন, মিন্টু, সাইদুল। চট্টগ্রামে চোরের দলকে সংগঠিত করতে সম্প্রতি তাজুলের যাতায়াত বেড়ে যায়। চট্টগ্রাম এলে হোটেল আল আকসা, মুসলেম ও প্যালেসে রাত যাপন করতো। রাতে বসতো ফেনসিডিল আসর। এভাবে দিনে দিনে সে সদস্য সংখ্যা বাড়াতে থাকে। চুরির টাকায় এখন সে বিশাল ধনী।
কোতোয়ালি থানায় পুলিশের জিজ্ঞাসাবাদকালে তাজুল ইসলাম বলেছে, ২০০৪ সালে প্রথম ট্রাক কেনার পর দু’বছরে সে কেনে আরো দু’টি ট্রাক ও নারায়ণগঞ্জে জমি। তাতে বানায় সুন্দর বাড়ি।
তাজু জানায়, প্রথমদিকে এক রাতে সে ১০/১২টা পর্যন্ত চুরি করতো। রাস্তা ফাঁকা দেখলেই ট্রাক থামিয়ে চলতো চুরি। আরো এক বছর চুরি করে বিয়ে করেছিল। আগামী বছর হজে গিয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে ভালো হয়ে যেতো বলে জানায় তাজুল।
সে জানায়, এর আগে আরো দু’বার ধরা পড়েছিলাম। ২০০৪ সালে ধরা পড়ে সর্বোচ্চ ১৭ দিন জেলে থাকতে হয়েছিল। তবে সবচেয়ে বেদনার স্মৃতি হলো ২০০৬ সালে চৌদ্দগ্রামে একটি চুরির সময় গণপিটুনিতে মারা গিয়েছিল তার বাহিনীর সদস্য শরিফ। ওই ঘটনায় সে থাকলেও অল্পের জন্য রক্ষা পায়।
চুরি করতে গিয়ে সম্প্রতি একটি মজার অভিজ্ঞতার কথা জানায় তাজুল। বলে, ‘দোকান তালাবদ্ধ দেখে তালা ভেঙে ভেতরে ঢুকি চুরি করার জন্য। ভেতরে দেখি মোটাসোটা এক লোক নাক ডেকে ঘুমাচ্ছে। প্রাণ বাঁচাতে তখনই দিলাম দৌড়।’
পুলিশ জানায়, তাজুলকে গ্রেপ্তারের বিষয়টি বেশ নাটকীয়। নগরীর চট্টেশ্বরী এলাকার সিটি সেন্টার থেকে ১৬ এপ্রিল প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়। সহকারী কমিশনার বাবুল আক্তার নিজস্ব সোর্সের মাধ্যমে জানতে পারেন তাজুল বাহিনীর সদস্যরাই এ কাজে জড়িত। এক পর্যায়ে তিনি তাজুলের মোবাইল নাম্বার পান। কিন্তু নানাভাবে ফাঁদ পেতেও তাকে ধরা যাচ্ছিল না। এর মধ্যে গত মঙ্গলবার রাতে লোহাগাড়ায় একটি বিয়ে অনুষ্ঠানে আসর বসানোর জন্য ফেনসিডিল নিয়ে যাচ্ছিল তাজুল বাহিনীর সদস্য মিজানুর রহমান মিন্টু। সিনেমা প্যালেস কুতুব রেস্তরাঁর সামনে থেকে তোলার সময় ভুলবশত সে ফেনসিডিলের প্যাকেট আরেকটি গাড়িতে তুলে দেয়। এ নিয়ে ওই গাড়ির চালকের সঙ্গে মিন্টুর কথা কাটাকাটি হয়। তখন সেখানে হাজির হন কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ মহসীন।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে শুধু ফেনসিডিল নয়, চুরির ঘটনায়ও জড়িত। এ সময় মিন্টু তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ বললে এসআই মহসীনের সন্দেহ হয় তাজুল বাহিনী নিয়ে। মহসীন সঙ্গে সঙ্গে সহকারী কমিশনারের কাছে থাকা তাজুল বাহিনীর নাম্বারটিতে ফোন করলে বেজে ওঠে মিন্টুর মোবাইল। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে প্রকৃতপক্ষে সে তাজুল বাহিনীর সদস্য। সিটি সেন্টারে চুরির বিষয়টিও সে স্বীকার করে। তার তথ্যের ভিত্তিতে পরে লোহাগাড়ার একটি বিয়ের অনুষ্ঠান থেকে চোর সর্দার তাজুল ও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়।

Leave a Reply