কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গতকাল রনি নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতের স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়েছে। তারা এ ঘটনার ন্যায় বিচার দাবি করেছেন। তবে ক্লিনিক কর্তৃপক্ষ স্বজনদের এ অভিযোগ অস্বীকার করেছে। এদিকে খবর পেয়ে টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেছেন, তদন্তে দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগে জানা গেছে, উপজেলার গ্রামের বাবুল ঢালীর ছেলে রনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টঙ্গিবাড়ি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রস্রাব ও রক্ত পরীক্ষা করাতে যান। রক্ত নেয়ার একপর্যায়ে রনি অজ্ঞান হয়ে মৃত্যুরকোলে ঢলে পড়েন। কিন্তু ক্লিনিক র্কতৃপক্ষ রোগী ঘুমিয়ে আছে বলে বাড়িতে নিয়ে যেতে বলেন। স্বজনরা তাকে ক্লিনিক থেকে নিয়ে কিছুদূর গেলে বুঝতে পারেন রনি মারা গেছে।
Leave a Reply