পদ্মা সেতুর নির্মাণে ঋণ সহায়তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন যোগাযোগমন্ত্রী

যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, সরকার ২০১৩ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করতে চায়। এজন্য টেন্ডারসহ সকল প্রক্রিয়ার কাজ এগিয়ে নেয়া হচ্ছে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক যাতে দ্রুত পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে ভূমিকা রাখার জন্য মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান যোগাযোগমন্ত্রী।

গতকাল বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সঙ্গে তার সচিবালয়স্থ সাক্ষাৎকালে মন্ত্রী এ আহবান জানান।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক দ্রুত ঋণ সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মার্কিন প্রশাসনকে অবহিত করবেন বলে রাষ্ট্রদূত জানান।

যোগাযোগ মন্ত্রী সাংবাদিকদের জানান, ঋণ চুক্তি স্বাক্ষরের আগেই পদ্মা সেতুর টেন্ডার প্রক্রিয়া শুরু করতে সরকার প্রস্তুত। বিশ্বব্যাংকের সর্বশেষ জরিপ অনুযায়ী, পদ্মা সেতু তৈরি করতে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার দরকার। এ বিষয়ে দাতাদের সবুজ সংকেত পেলে সরকার টেন্ডার প্রক্রিয়া শুরু করতে পারে। তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদকালেই পদ্মা সেতুর নির্মাণ শেষ করতে হলে টেন্ডার প্রক্রিয়া নিয়ে দেরি করা যাবে না।

Leave a Reply