কাজী দীপু হ মুন্সীগঞ্জ থেকে: বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী বলেছেন, বিকল্পধারা বিলুপ্ত করে বিএনপিতে ফিরে যাওয়ার খবরটি ঠিক নয়। বিকল্পধারা ক্ষমতার জন্য নয় দেশের উন্নয়নের জন্য রাজনীতি করে। মঙ্গলবার দৈনিক যুগান্তরে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও বিকল্পধারা সম্পর্কে যে সংবাদ প্রকাশ হয়েছে তার প্রেক্ষিতে মাহী বি চৌধুরী এ কথা বলেন। তিনি এ প্রতিবেদককে আরো বলেন, যে পত্রিকায় আমার বক্তব্যসহ সংবাদ পরিবেশন করা হয়েছে ওই পত্রিকার কোনো সাংবাদিকের সঙ্গে গত ৬ মাসে আমার কোনো কথা হয়নি।
বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে মাহী বি চৌধুরী বলেন, বিএনপি আমাদের জাতশত্র“ নয়। তাই সেই দলের নেতাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা হতে পারে। তবে বিএনপিতে ফিরে যাওয়ার বিষয়ে কোনো নেতার সঙ্গে আলোচনা হয়নি।
Leave a Reply