বিশেষ সাক্ষাৎকারে ড. সালেহ উদ্দিন
প্রবৃদ্ধির ধরে রাখতে ব্যাংকগুলোর তারল্য সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। তাই বাজেটে সরকারকে ব্যাংকঋণ কমিয়ে করের আওতা বাড়াতে হবে। অর্থনীতিতে বৈষম্য দূর করতে বাজেটে বরাদ্দ রাখতে হবে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি) বাস্তবায়নে নিতে হতে আরো জোরালো পদক্ষেপ। সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন ব্যয়ের গুণগতমান বাড়াতে হবে। এই প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। দেশের ব্যাংকিং খাত, অর্থনীতি, দাতাদের কার্যক্রম এবং নিজের কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত খোলামেলা কথা বলেন সফল এই গভর্নর।
তিনি বলেন, বিশ্বমন্দার মধ্যেও বর্তমানে আমাদের প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ। এর সুফল সকলের কাছে পৌঁছাতে হবে। এরইমধ্যে পরোক্ষভাবে হলেও বিশ্বমন্দার প্রভাব পড়তে শুরু করেছে। এজন্য বাজেটে কৃষি, হিমায়িত খাদ্য, এসএমই, তৈরি পোশাক, ভৌত অবকাঠামো ও বিদ্যুৎ সেক্টরের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া উচিত। সরকার ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংকগুলোতে সংকট দেখা দেয়। ফলে তারা বেসরকারিখাতে বিনিয়োগ করতে পারে না। তাই অর্থায়নের জন্য করের আওতা আরো বাড়ানো দরকার।
ড. সালেহউদ্দিন বলেন, বিশ্বব্যাপী শিল্পায়নের জন্য বেসরকারি খাতকে গুরুত্ব দেয়া হচ্ছে। তবে এক্ষেত্রে সরকার যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে (পিপিপি) বিনিয়োগের উদ্যোগ নিয়েছে, তা ভালোভাবে কার্যকর করতে পারলে কিছুটা সুফল পাওয়া যাবে।
তিনি বলেন, বিগত সময় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি) বাস্তবায়ন সন্তোষজনক নয়। এ বছর বৈদেশিক ঋণের উপর নির্ভর করে ৩০ হাজার কোটি টাকার এডিপি হাতে নেয়া হয়েছে। সুষ্ঠুভাবে তা বাস্তবায়ন করতে পারলে ভালো। আমাদের দেশে এডিপিতে প্রকল্পের সংখ্যা বেশি, অথচ দক্ষ লোকের সংখ্যা কম। তাই প্রকল্প কমিয়ে ফান্ডের আকার বাড়াতে হবে। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের পদ্ধতিগত সমস্যার কারণেও এডিপি বাস্তবায়নে সমস্যা হয়। এ ব্যাপারে দাতারাও তাদের বিরক্তির কথা জানিয়েছেন।
সামাজিক নিরাপত্তার ব্যাপারে সাবেক গভর্নর বলেন, বিগত সময় দেখা গেছে, প্রচুর টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু ব্যয়ের গুণগতমান ভালো না হওয়ায় মানুষ তেমন সুফল পায়নি। এক্ষেত্রে বিধবাভাতা, যে পরিবারে আয়ের সদস্য নেই তাদের ভাতা প্রদানÑ বিশেষ করে খাদ্য, চিকিৎসা এবং শিক্ষা নিশ্চিত করতে হবে।
শিল্পায়নের প্রসার ঘটাতে আগামী জুলাই থেকে ৬ মাসের জন্য সংকুলানমূলক মুদ্রানীতির পক্ষে মত দেন ড. সালেহউদ্দিন। তার মতে দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং মানুষের আয় বাড়াতে বাজারে টাকার প্রবাহ অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে সংকুলানমূলক মুদ্রানীতির বিকল্প নেই। তবে কর্তৃপক্ষের তদারকি আরো বাড়াতে হবে।
ব্যাংকিং খাতের ব্যাপারে তিনি বলেন, ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতার অভাব রয়েছে। কোম্পানি আইনের বাইরেও ব্যাংক মালিকদের বিভিন্ন ধ্যান-ধারণা রয়েছে। এ নিয়ে অনেক সময় পরিচালনা পর্ষদের সঙ্গে ম্যানেজমেন্টের মতবিরোধ তৈরি হয়। আমরা এ উভয় পক্ষের সঙ্গে কথা বলে এ ধরনের অনেক সমস্যার সমাধান করেছি।
দাতাদের ব্যাপারে তিনি বলেন, দাতা সংস্থাগুলো অনেক প্রেসক্রিপশন দিয়ে থাকে। আমার দায়িত্বপালনকালে দাতাদের সঙ্গেও মতবিরোধ হয়েছে। আমি কখনো যুক্তি দিয়ে তাদের বুঝিয়েছি। একেবারে সম্ভব না হলে, তাদের মতামতের তোয়াক্কা না করে নিজেদের মতো সিদ্ধান্ত নিয়েছি।
সম্পাদনা: হাসিবুল ফারুক চৌধুরী
Leave a Reply