মুন্সিগঞ্জে তামাক নিয়ন্ত্রণে আলোচনা সভা

ধুমপান ও তামাকজাত দ্রব্য কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে তামাকজাত দ্রব্যের ওপর উচ্চ হারে করারোপ করা দরকার। করারোপ করার মাধ্যমে তামাকজাত দ্রব্যের মূল্য বাড়াতে হবে। দাম বাড়লে দরিদ্র মানুষের মধ্যে, কিশোর-তরুণ প্রজন্েনর মধ্যে ধুমপানের হার কমে আসবে। এতে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম সহজ হয়ে উঠবে।
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গঠিত মুন্সিগঞ্জ জেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে গতকাল বুধবার আলোচনা সভায় বক্তারা এ অভিমত দেন। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা হয়।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন আব্দুল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজয় ভুষণ পাল, মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আব্দুল মালেক ভুঁইয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মাকসুদুর রহমান, জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা স্বাগতা শর্মা প্রমুখ।

Leave a Reply