মুন্সীগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সভাকক্ষে গত মঙ্গলবার স্খানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক শহীদ-ই-হাসান তুহিন, বিএসএস ’র ইকবাল হোসেন, যুগান্তরের প্রতিনিধি আরিফ-উল-ইসলাম, জনকণ্ঠের মীর নাসিরউদ্দিন উজ্জল, আমাদের সময়ের কাজী দীপু, এনটিভির স্টাফ রিপোর্টার সালেহীন তুহিন, সমকালের মামুনুর রশীদ খোকা, নয়া দিগন্তের আবু সাইদ সোহান, চ্যানেল আইর রাসেল মাহমুদ, দ্য ইন্ডিপেনডেন্টের রশীদ আহমেদ মামুন, আমার দেশের মাহাবুবুর রহমান, প্রথম আলোর তানভীর হাসান, বাংলাভিশনের সোনিয়া হাবিব লাবনী, বিডি নিউজর ফারহানা মির্জা, দেশবাংলার মাহবুব আলম বাবু, ভোরের ডাকের সাইফুল্লাহ ভূঁইয়া প্রমুখ।
Leave a Reply