শুরু হচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল

Tokyo_odaibaরাহমান মনি
টো কি ও
জাপানে প্রবাসী বাংলাদেশিদের দ্বারা আয়োজিত এ যাবৎকালের সেরা আয়োজন হচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল। ২০০৮ সালে প্রথমবারের মতো আয়োজন করে আয়োজকরা প্রশংসিত হন। গত ১৪ ও ১৫ জুন দুই দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ ফেস্টিভ্যাল-২০০৮-এ প্রায় ৩৫০০ দর্শক সমাগম হয়েছিল। বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে এসেছিলেন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, শিল্পী ও কলাকুশলীবৃন্দ।
এ বছরও টোকিওতে বাংলাদেশ ফেস্টিভ্যাল পালনের জোর প্রস্তুতি চলছে। আগামী ১৩ ও ১৪ জুন শনি ও রবিবার সকাল ১০টা থেকে একটানা রাত ৮টা পর্যন্ত দুই দিনব্যাপী টোকিওর প্রাণকেন্দ্র ইয়োইয়োগী পার্কে (Yoyogi park) চলবে এ বৃহৎ আয়োজন। জাপানের সবচেয়ে জনপ্রিয় ইভেন্টপ্লেস হিসেবে পরিচিত ইয়োইয়োগী পার্ক কোয়েনে দ্বিতীয়বারের মতো এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাত্র এক মিনিটের দূরত্বে রয়েছে জাপান ব্রডকাস্টিং কর্পোরেশন (NHK)। কোনো দেশকে বিশ্বের কাছে পরিচিত করে তুলতে হলে এই ভেন্যুর বিকল্প নেই। কারণ কোনো ইভেন্ট ছাড়াও এখানে প্রতিদিন হাজার হাজার লোকসমাগম হয়। যার অধিকাংশই বিদেশি পর্যটক। এই ভেন্যুতেই প্রতিবছর ইন্ডিয়া (নমস্তে ইন্ডিয়া), থাইল্যান্ড ফেস্টিভ্যাল, শ্রীলঙ্কান ফেয়ারসহ অন্যান্য দেশের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য এই আয়োজনে বাংলাদেশকে পরিচিত করানো হয় বিশ্বের দরবারে।

বাংলাদেশের গার্মেন্টস শিল্প, কুটির শিল্প, হস্তশিল্প, চামড়াজাত দ্রব্যসহ বাংলাদেশের তৈরি নানা পণ্য প্রদর্শনীসহ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ এবং বিনিয়োগে আগ্রহীদের উৎসাহিত করার জন্য মূলত এই আয়োজন। এবারের আয়োজনে থাকবে বাংলাদেশি খাবারসহ নানা পণ্যের স্টল, জাপান টেলিকমিউনিকেশনে নেতৃস্থানীয় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান, বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং হাউজিং প্রকল্পের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান। থাকবে জাপানিদের জন্য বাংলাদেশি রান্না শেখানো, শাড়ি পরা ও মেহেদি লাগানোর প্রশিক্ষণ।

বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ আয়োজনের শ্রীবৃদ্ধি ঘটাবেন। স্থানীয় দুটি সাংস্কৃতিক দল ‘উত্তরণ’ এবং ‘স্বরলিপি’ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহারসহ বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। সেই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের অনুষ্ঠান এবং জাপানিদের রকমারি অনুষ্ঠানও থাকবে। থাকবে আলোচনাসভাও। এবারের আয়োজনের মূল স্লোগান হচ্ছে ‘Go green’। গতবারের আয়োজনের মূল স্লোগান ছিল Stop ondanka (Stop Global Warming)

মূল আয়োজকদের মধ্যে জনাব পল এবং সলিমুল্লাহ কাজল জানিয়েছেন যে, জাপানে বাংলাদেশকে অভাব-অনটনের দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, জলোচ্ছ্বাসের দেশ এবং দুর্নীতিবাজ দেশ হিসেবে চেনে। অথচ আমাদের রয়েছে হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব বর্ষপুঞ্জি। জাপানসহ অন্যদেরকে সেটা জানান দিতে চাই। প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ গ্লোবাল ওয়ার্মিং এবং এজন্য দায়ী জাপানসহ উন্নত বিশ্ব। অথচ ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। তাই Stop Global Warming বা Go green স্লোগান তুলে বিশ্বের প্রতিটি মানুষকে সচেতন করতে চাই এবং আগামী প্রজন্মের জন্য একটা বসবাসযোগ্য পৃথিবী রেখে যেতে চাই। আমরা সকল প্রবাসী বাংলাদেশি ও তাদের বন্ধুদের সহ-আয়োজনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বিস্তারিত জানার জন্য . উল্লেখ্য, এই ফেস্টিভ্যালের মিডিয়া পার্টনার চ্যানেল আই ও সাপ্তাহিক।

rahmanmoni@gmail.com

Leave a Reply