নিষ্ক্রিয় মুন্সীগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল আবার সক্রিয় হয়ে উঠেছে। প্রায় এক যুগ পর অনুষ্ঠিত হলো কর্মী সম্মেলন। শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার একটি স্কুল মাঠে জাসদ (ইনু) নেতা গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ। বক্তব্য রাখেনÑ ঢাকা মহানগর জাসদ-এর তথ্য ও গবেষণা সম্পাদক করিম শিকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য শওকত রায়হান, জাসদ নেতা এডভোকেট নাসিরুজ্জামান, জিয়া-উল-হাসান কবির প্রমুখ। আগামী ১২ই জুন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে জাসদের মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ। উলেখ্য, ১৯৯৬ মুন্সীগঞ্জে সম্মেলনের মধ্য দিয়ে জাসদের জেলা কমিটি গঠিত হয়। এতে সভাপতি ছিলেন সার্জেন্ট (অব.) কাদের ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এলান।
Leave a Reply