প্রভাতী ও প্রমা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

দুই বোন নাইমা জাহান (প্রভাতী) ও নৌরিন জাহান (প্রমা) ২০০৯ সালের এসএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে থেকে বিজ্ঞান শাখায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তারা মুন্সীগঞ্জ জেলার গজারীয়া থানার বালুয়াকান্দি গ্রামের মরহুম আবদুর রাজ্জাক মাস্টার প-িতের নাতনি। তাদের বাবা মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদুজ্জামান নাইম এম এ ও মা মোর্শেদা বেগম।

Leave a Reply