টঙ্গীবাড়ির ইউএনও একেএম সোহেলকে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার এক আদেশে তাকে খাগরাছড়ি জেলার বিলাইছড়ির ইউএনও হিসাবে বদলি করা হয়।রাতে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্ববান এক কর্মকর্তা এই আদেশের খবর নিশ্চিত করে বলেছেন, বিগত সরকারগুলোর সময় তিনি নানা কারণেই প্রাইজ পোস্টিং পেয়েছেন, কৃতকর্মের কারণেই পানি সমেন্ট পোস্টিং দেয়া হয়েছে। গত মঙ্গলবার জোট সরকারের আলোচিত সচিব শহিদুল আলমের সঙ্গে রহস্যজনক বৈঠকের ঘটনা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে।
এই বৈঠকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার এখানে গোয়েন্দাদের তৎপরতা লক্ষ্য করা গেছে।
এছাড়া বিতর্কিত সাবেক সচিব শহিদুল আলমের কোয়ালিটি ফাউন্ডেশনের আওতায় উপজেলা কম্পাউন্ডে কিন্ডার গার্ডেন স্থাপন নিয়েও নানা প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন মাত্র ক’জন শিক্ষার্থী নিয়ে এখানে শিক্ষা কার্যক্রম চলে, না কী অন্য কিছু?
Leave a Reply