মুন্সিগঞ্জ জেলায় পদ্মা সেতুর ভুমি অধিগ্রহণের লক্ষ্যে চেক হস্তান্তর

পদ্মা সেতুর জন্য ভুমি অধিগ্রহণ বাবদ মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে ১৩৮ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার সেতু ভবনে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ চেক হস্তান্তর করেন। এর আগে মাদারীপুর জেলায় ১৪৬ কোটি এবং শরীয়তপুর জেলায় প্রায় ৩৪ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী বলেন, ২০১০ সালে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করার লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। তিনি বলেন, সেতু নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের জন্য সরকার সব প্রস্তুতি নিয়েছে। অনুষ্ঠানে ভুমিসচিব দেলোয়ার হোসেন, সেতু বিভাগের সচিব আব্দুল করিম, পরিকল্পনা কমিশনের সদস্য এ কে এম জাফর উল্লা খান, রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্িথত ছিলেন। বিজ্ঞপ্তি।

Leave a Reply