মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে অপারেশন বìধ এক মাস ফেরত যাচ্ছেন রোগীরা

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক মাস ধরে অপারেশন বìধ রয়েছে। অজ্ঞান (এনেস্খেশিয়া) করার ডাক্তার না থাকায় অপারেশন করা সম্ভব হচ্ছে না। এতে জেলার বিভিন্ন স্খান থেকে আগত অনেক রোগী ফেরত যাচ্ছেন।
জানা গেছে, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের এনেস্খেশিয়া ডাক্তার গত ১৩ মে ঢাকার পিজি হাসপাতালে বদলি হয়ে হন। তার স্খলে নতুন কোনো ডাক্তার যোগদান না করায় এই অবস্খার সৃষ্টি হয়েছে।
সার্জারি বিভাগের সিনিয়র কন্সালটেন্ট ডাক্তার এ কে এম শফিউল আলম বলেন, ডাক্তার না থাকার কারণে অপারেশন করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলেও এখনো কোনো ব্যবস্খা নেয়া হয়নি।

_______________

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে অব্যবস্থাপনার অভিযোগ

কাজী দীপু, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক মাস ধরে অপারেশন বন্ধ রয়েছে। এনেস্থেশিয়া করার ডাক্তার না থাকায় অপারেশন করা যাচ্ছে না। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত অনেক রোগী ফেরত যাচ্ছে।

জানা গেছে, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের এনেস্থেশিয়ার ডাক্তার গত ১৩ মে ঢাকার পিজি হাসপাতালে বদলি হয়ে গেলে তার স্থলে নতুন কোনো ডাক্তার যোগদান না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এ কে এম শফিউল আলম বলেন, ডাক্তার না থাকার কারণে অপারেশন করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলেও এখোনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ভুক্তভোগীরা জানায়, মুন্সীগঞ্জ সদরের চন্দনতলা গ্রামের মরিয়ম নামের এক গর্ভবতী রোগী হাসপাতালে সিজার করাতে এলে ডাক্তার না থাকায় বিপাকে পড়ে যান। এ সময় হাসপাতালের লোকজন রোগীকে ক্লিনিকে যাওয়ার পরামর্শ দিলে তারা স্থানীয় এ আর ক্লিনিকে চলে যান।

Leave a Reply