সিরাজদিখানে হাসপাতাল নির্মাণ নিয়ে দু’গ্রুপ মুখোমুখি

হাসপাতাল নির্মাণের জায়গা নিয়ে দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। হাসপাতাল নির্মাণের দাবিতে ডাকা সভাও শুক্রবার পণ্ড করে দিয়েছে একদল প্রভাবশালী ব্যক্তি। সরকার অনুমোদিত স্থানে হাসপাতাল নির্মাণ দাবিতে ওই সভা আহ্বান করেছিলেন শেখরনগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন। এলাকাবাসী জানায়, উপজেলার শেখরনগর এলাকায় রায়বাহাদুর-এর পরিত্যক্ত জমিতে হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয় সরকারের কাছে। ২০০৮ সালে সরকার সেখানে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের অনুমোদন দেয়। এরপর থেকে এলাকার কতিপয় ভূমি খেকো ব্যক্তি ওই স্থানে হাসপাতাল নির্মাণে বাধা দিয়ে আসছে। তাদের দাবি হাসপাতালটি ২শ’ গজ দূরে একই এলাকার শ্মশানের কাছে নির্মাণ করা হোক। এরপর থেকে পক্ষে-বিপক্ষে দু’টি গ্রুপ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এলাকাবাসীর দাবি সরকার অনুমোদিত রায়বাহাদুর-এর পরিত্যক্ত জমিতেই হাসপাতাল নির্মাণ করা হোক। এই জমি কোন ভূমি খেকোকে নিতে দেয়া হবে না। এ অবস্থায় সমস্যা সমাধানের জন্য গত শুক্রবার স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখরনগর হাইস্কুল মাঠে সভা আহ্বান করেন। কিন্তু ভূমি খেকোদের অপপ্রচার, হুমকি ও বাধার মুখে এলাকাবাসী সভায় উপস্থিত হননি। সভা পণ্ড হয়ে যাওয়ার পর থেকে সেখানে দু’টি গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে।

Leave a Reply