টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে বর্ধিত সভায় দু’গ্র“পে হাতাহাতি ও হট্টগোলের মধ্য দিয়ে যুবলীগের কমিটি গঠন প- হয়ে গেছে। শনিবার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের লাখারন এলাকায় কাঠাদিয়া-শিমুলিয়া যুবলীগের সভাপতি জমির আলী ও সাধারণ সল্ফক্সাদক হাবিবুর রহমান গ্র“পের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড কমিটি গঠন প্রত্রিক্রয়া প- হয়ে যায়। কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কমিটিতে পছন্দের লোকদের গুরুÍ^পহৃর্ণ পদে স্ট’ান করে দিতে গেলে উভয় গ্র“প হাতাহাতিতে লিপ্টø হয়।
Leave a Reply