কুমিল্লা-ঢাকা সড়কে চলাচলকারী বিলাসবহুল তিশা সার্ভিসের একটি বাসে গত রোববার রাতে ডাকাতি হয়েছে। বাস রাত ১১টায় ঢাকা থেকে ছাড়ে। এটি মুন্সীগঞ্জের গজারিয়ায় পৌঁছার পর যাত্রিবেশী ডাকাতদল ডাকাতি শুরু করে। তারা নগদসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় এবং যাত্রিদের মারধর করে। ডাকাতদল সোনারগাঁ রোড থেকে সাধারণ যাত্রিদের অস্ত্রের মুখে জিম্মি করে বলে আহত যাত্রিরা জানান। তারা ঘটনার জন্য বাসচালককে দায়ী করেন।
Leave a Reply