গজারিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা

গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সামছুদ্দিন মিয়া (৪০), তাঁর চার সহযোগীসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলা হয়েছে। ঢাকা-সাচার রুটের পরিবহন ব্যবসায়ী সালাউদ্দিন বাদী হয়ে গজারিয়া থানায় শনিবার এ মামলা করেন।
মামলায় বাদী উল্লেখ করেন, সামছুদ্দিন, তাঁর সহযোগী মনির, মহসিন, কাউসার, মিনু উল্লাহসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন শনিবার বিকেলে গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ডের অদুরে তাঁর একটি বাস থামিয়ে চালক বাচ্চু মিয়ার কাছে চাঁদা দাবি করেন। তাঁরা সাত হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেন। সামছুদ্দিন নিজেকে পরিবহন ব্যবসায়ী দাবি করে বলেন, শনিবার বাস-মালিক সালাউদ্দিনের সঙ্গে তাঁর তর্ক-বিতর্ক হয়েছে, এর বেশি কিছু ঘটেনি।

Leave a Reply