মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় গত শনিবার বিকালে প্রথমবারের মতো উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে দখলদারদের কাছ থেকে ১ মাসের মধ্যে খাল উদ্ধারের শপথ নেয়া হয়। পৌর মেয়র মোহাম্মদ হোসেন রেনু ১৬ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৩১৭ টাকার এই বাজেট ঘোষণা করেন। তৃণমূল পর্যায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে উম্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুজন-সুশানের জন্য নাগরিক কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিশেষ অতিথি ছিলেন সুজনের জেলা সভাপতি হাফিজ আহম্মেদ। শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে কাউন্সিলরসহ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মঞ্জুর মোর্শেদ, মীর নাসির উদ্দিন উজ্জ্বল, রাসেল মাহমুদ, তানভীর হাসান আব্দুল মজিদ কমিশনার, ফারহানা মির্জা প্রমুখ।
Leave a Reply